ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১১-১৪ ০০:৪৫:০৮




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১১-১৪ ০০:৪৫:০৮




  • খেলা
  • দ্বিতীয়ার্ধে এগিয়ে থেকেও নেপালের সঙ্গে বাংলাদেশের হতাশাজনক ড্র.

দ্বিতীয়ার্ধে এগিয়ে থেকেও নেপালের সঙ্গে বাংলাদেশের হতাশাজনক ড্র

kzqghvva

দ্বিতীয়ার্ধে এগিয়ে থেকেও নেপালের সঙ্গে বাংলাদেশের হতাশাজনক ড্র

kzqghvva


 আন্তর্জাতিক ফুটবল তারকা হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকে রক্ষা পাওয়া বাংলাদেশকে আবারও শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের সঙ্গে হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। 


এদিন প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজার দুই গোলে বাংলাদেশ যখন জয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দিনেশের কর্নার থেকে অনন্তর ব্যাকহিলে মিতুল পরাস্ত হলে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। সেইসঙ্গে বাংলাদেশের জয়ের সুবর্ণ সুযোগ আরও একবার হাতছাড়া হলো। 


 


প্রথমার্ধে অনেকটাই অগোছালো ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে হলেও তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। ৩ মিনিটে প্রথম ও ২০ মিনিটে দ্বিতীয় কর্নার থেকেও কিছুই আদায় হয়নি বাংলাদেশের। ২৬ মিনিটে ডি বক্সের ভিতর রাকিবের টাচে শেষ মুহূর্তে ফাহিম বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বাংলাদেশের ভালো একটি সুযোগ নষ্ট হয়। 

 


২৯ মিনিটে ডি বক্সের উপর থেকে সুমিত শ্রেষ্ঠার কাটব্যাকে অভিজ্ঞ রোহিত চাদ নেপালকে এগিয়ে দেন (১-০)। রোহিত বেশ খানিকটা দূর থেকে শট নিলেও বাংলাদেশের ডিফেন্ডাররা আটকাতে পারেননি। পরের মিনিটে ফাহিমের শট নেপালের গোলরক্ষক কিরন কুমান লিম্বু আটকে দেন। 


৩৭ মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে ফাহিমের শট ডিফেন্ডারের পায়ে লাগলে আবারো হতাশ হতে হয় বাংলাদেশকে। ৪৩ মিনিটে বামদিক থেকে রাকিবের ক্রসে ফাহিমের দুর্বল হেড সহজেই নিজের গ্রিপে নেন প্রতিপক্ষ গোলরক্ষক। 


 


প্রথমার্ধে পিছিয়ে থাকা বাংলাদেশকে ম্যাচে ফেরান ইংলিশ ফুটবলার হামজা। ৪৬ মিনিটে দারুন এক আক্রমণ থেকে ডানদিকে ফাহিমের ক্রসে নেপালের ডিফেন্ডারের হেডের বল চলে যায় জামালের পায়ে। বাংলাদেশের অধিনায়কের দারুণ এক অ্যাসিস্টে হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকে বাংলাদেশ সমতা ফেরায় (১-১)। বিরতির পর বদলি বেঞ্চে থাকা শমিতকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। 


ম্যাচে ফিরে উজ্জীবিত বাংলাদেশকে তিন মিনিট পর এগিয়ে দেন সেই হামজাই। ডি বক্সের ভেতর রাকিবকে ফাউল করে বাংলাদেশকে পেনাল্টি উপহার দেন প্রতিপক্ষ ডিফেন্ডার সুমন শ্রেষ্টা। স্পট কিক থেকে গোলরক্ষককে উল্টোদিকে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি হামজা (২-১)। 


৬০ মিনিটে দুটি পরিবর্তন করে নেপাল। ৬২ মিনিটে বদলি খেলোয়াড় দিনেশ হেনজানের শট পোস্টে লেগে ফেরত এলে সমতায় ফেরা হয়নি নেপালের। ৭০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন হয় বাংলাদেশ দলে। ফাহিম, জায়ান আহমেদ ও সোহেল রানা পরিবর্তে শাকিল আহাদ তপু, মো. হৃদয় ও শাহিরয়ার ইমন মাঠে নামেন। 


 

৮০ মিনিটে হামজার পরিবর্তে মাঠে অভিষেক হয় কিউবা মিচেলের। কিছুটা চোট পাওয়ায় হামজাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। অনেকটাই পরিবর্তিত দল নিয়ে বাংলাদেশ আর প্রতিরোধ গড়তে পারেনি। নেপালও এই সুযোগে একের পর এক আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে। সেই ধারাবাহিকতায় তারা সফলও হয়। 


তিনটি পরিবর্তন করে আজকের ম্যাচে নেমেছিল বাংলাদেশ। সর্বশেষ ১৪ অক্টোবর হংকং ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনে আজকের দল সাজান কোচ হাভিয়ের ক্যাবরেরা। একাদশ থেকে বাদ পড়েন শেখ মোরছালিন, শমিত সোম ও শাকিল আহাদ তপু। দলে ফেরেন সোহেল রানা জুনিয়র, জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ।









মন্তব্য