সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ নভেম্বর ২০২৫, ১২:০৮ এএম

মোট পঠিত: ১০৪

সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত

Babul K.
সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত
রাজনীতি

 একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার যে সিদ্ধান্ত অন্তবর্তী সরকারের কাছ থেকে এসেছে তাতে ‘জনআকাঙ্খা পূরণ হয়নি’ বলে মনে করছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর দলের ‘তাৎক্ষণিক ব্রিফিংয়ে’ সেক্রেটারি জেনারেল মিয়া পরওয়ার বলেন, “জামায়াত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে, প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।”


বেলা আড়াইটায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এক সঙ্গে আয়োজনের ঘোষণা দেন। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন, সেখানে গণভোট কী প্রশ্ন থাকবেন তা তুলে ধরা হয়েছে।


বেলা সাড়ে ৩টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হল, নতুন প্রস্তাবিত জুলাই সনদ ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে যে ৪৮টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে…ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হ্যাঁ-না মতামত দেবেন।


“একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই সনদ সম্পর্কে অবহিত হয়ে তিনি হ্যাঁ-না ভোট দেওয়ার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মনস্থির করবেন। অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে… এটা একটা সংকট তৈরি করবে। যে সংকটমুক্ত নির্বাচনের আশা আমরা করেছিলাম সেই সংকট রয়ে গেল।”



জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট ও উভয়কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি চালুর দাবিসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার জামায়াতসহ আটদল ঢাকায় সমাবেশ করেছে। রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যুমনার সমানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো।


জামায়াত নেতা বলেন, ‘‘ আমরা বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি…এটাও আমরা বলেছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি, প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে, বিশৃঙ্খলা হয়ে থাকে, দুই-পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল, গোলাগুলি হল স্থগিত হয়ে গেল। একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোন না কোন কেন্দ্রে ঘটতে পারে…পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল। “তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হল। সেইদিন গণভোটের দশাটা কি? এর কোনো জবাব নাই।”



তিনি বলেন, “আমরা সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী এবং দেশপ্রেমিক সম্ভাবনা দল দাবি করে আসছি যে, এই ভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তাহলে এটার আইনি ভিত্তিটা দৃঢ় হবে, এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোন প্রশ্ন উঠবে না।



“সেই সংকট কিন্তু রয়েই গেল। এ সংকটটা নিরসন হল না। এটা হচ্ছে আমাদের জামায়াতে ইসলামের আপাতত প্রতিক্রিয়া।”


পাঁচ দফা দাবিতে আন্দোলনরত দলগুলো নিজেরা প্রতিক্রিয়া জানাবে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।


সন্ধ্যা সর্বোচ্চ দলের ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক ডাকা হয়েছে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সন্ধ্যা ৬টায় নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পর্যালোচনা করে দলের পক্ষ থেকে বিস্তারিত গণমাধ্যমকে জানানোহবে।


‘তাৎক্ষণিক ব্রিফিংয়ে’ উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, কর্ম পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo