সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম

মোট পঠিত: ১১৭

বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর

Babul K.
বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর
মিডিয়া

 


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদ-ের রায় দিয়েছেন আদালত। খবরটিকে গতকাল সোমবার ফলাও করে প্রচার করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

সকাল থেকেই ‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশজুড়ে নিরাপত্তা জোরদার’ শিরোনামে বিবিসি লাইভ সম্প্রচার শুরু করে। রায় ঘোষণার পরে সংবাদমাধ্যমটি ‘বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের নেত্রী শেখ হাসিনার মৃত্যুদ-’ শিরোনামে লাইভ সম্প্রচার চালিয়েছে।



বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদ- দেওয়া হয়েছে। হাসিনাকে দেশে ফেরত পাঠাতে এই রায় ভারতের ওপর চাপ সৃষ্টি করবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। রায় ঘোষণার পরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদ-’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের একটি যুদ্ধাপরাধ আদালত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদ-ের সাজা দিয়েছেন। বহু মাস ধরে চলা বিচার প্রক্রিয়ার সমাপ্তি এটি। এই রায়টি কয়েক দশক ধরে বাংলাদেশের কোনো সাবেক নেতার বিরুদ্ধে নেওয়া সবচেয়ে নাটকীয় আইনগত পদক্ষেপ।



অন্যদিকে আল-জাজিরা শিরোনাম করেছে, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের হাসিনার মৃত্যুদ-’। প্রতিবেদনে বলা হয়, গত বছরের বিক্ষোভ দমনে হাসিনা সরকারের সহিংস অভিযানসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদ-ের সাজা দিয়েছে। ৭৮ বছর বয়সী এই রাজনৈতিক পলাতক। তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। হাসিনা গত বছরের গণবিক্ষোভ দমন করার ‘মূল পরিকল্পনাকারী ও প্রধান স্থপতি’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ওই আন্দোলনে এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিল।


‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদ-’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ফ্রান্স২৪। অন্যদিকে এএফপিও হাসিনাকে নিয়ে একাধিক শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদ-’-শিরোনামে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদ-ের সাজা দিয়েছেন। রায় ঘোষণা করার সময় আদালতকক্ষে উচ্ছ্বাস দেখা গেছে। ৭৮ বছর বয়সী হাসিনা আদালতের নির্দেশ উপেক্ষা করে ভারত থেকে ফিরে এসে বিচারিক কার্যক্রমে অংশ নেননি। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ চ্যানেল সিএনবিসি, দ্য গার্ডিয়ান, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) হাসিনার রায়ের খবর প্রকাশ করেছে।



এদিকে শুরুতেই বেশির ভাগ ভারতীয় সংবাদমাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছিল হাসিনার সম্ভাব্য মৃত্যুদ- নিয়ে। সকাল সাড়ে ১০টা নাগাদ দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শীর্ষ ৫টি খবরের ৪টিই হাসিনার রায় ঘিরেই। দ্য হিন্দু সরাসরি আপডেট দিয়েছে ক্ষণে ক্ষণে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে এই খবরকে। এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে। এ ছাড়া আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, এই সময়সহ ভারতীয় প্রায় সব গণমাধ্যমই হাসিনার রায়ের খবর প্রকাশ করেছে।

ইন্ডিয়া টুডে লিখেছে, ‘শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পেলেন মৃত্যুদ-। সাবেক পুলিশ প্রধান রেহাই পেলেন মৃত্যুদ- থেকে।’



তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-।’ পাকিস্তান, শ্রীলঙ্কার সংবাদমাধ্যমেও হাসিনার রায়ের খবরকে গুরুত্ব দেওয়া হয়েছে। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর তাদের শিরোনামে লিখেছে, ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদ-।’


পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন লিখেছে, ‘ছাত্রদের আন্দোলনে দমন-নিপীড়ন চালানোয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদ-।’ জিও টিভির শিরোনামও প্রায় একইরকম ছিল।

গতকাল বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদ-ের রায় দেন আদালত। অপর আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদ-ের রায় দেন আদালত।



২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo