ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৩-০৮ ১৬:২৭:৩৯




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৩-০৮ ১৬:২৭:৩৯




  • সারা দেশ
  • পিরোজপুরে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭.

পিরোজপুরে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭

kzqghvva

পিরোজপুরে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭

kzqghvva


পিরোজপুরের পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাওয়ার পথে ঝাউতলা নামক স্থানে অটোরিকশা থেকে যাত্রী নামাছিল। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাবার পথে ওই অটো রিকশাকে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে অটোরিকশা, মোটর সাইকেল ও বাসের ত্রিমুখী সংঘংর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও পিরোজপুর সদর হাসপাতালে নেবার পথে আরোও ৩ জন নিহত হয়। 









মন্তব্য