ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০১-২৩ ০০:৪৮:৪৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০১-২৩ ০০:৪৮:৪৭




  • শিল্প ও সাহিত্য
  • সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিশু অধিকার বাস্তবায়ন সংস্থার অনুষ্ঠান.

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিশু অধিকার বাস্তবায়ন সংস্থার অনুষ্ঠান

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিশু অধিকার বাস্তবায়ন সংস্থার অনুষ্ঠান


গত শুক্রবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সুবিধা বঞ্চিত শিশুদের আত্মকথা শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংগঠন শিশু অধিকার বাস্তবায়ন সংস্থা। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত  এ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ফাতেমা ল কলেজের অধ্যক্ষ লুৎফুল আহসান বাবু ও বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রবিউল আহসান রিটন। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান  বিশিষ্ট উদ্যোক্তা শামীমা নাসরিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের  মহাসচিব অ্যাডভোকেট মাহবুবা রহমান কাকলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোহন হাসান ও কামরুন্নাহার শিলা। আলোচনা সভায়  শামীম, আরাফাত, মারুফ ও বিজয়সহ সুবিধাবঞ্চিত কয়েকজন শিশু সীমাহীন কষ্টের মধ্য দিয়ে তাদের বেড়ে ওঠার কথা তুলে ধরে। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও দেশের বিপুল সংখ্যক শিশু আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে সমাজ ও রাষ্ট্রকে এসব শিশুর প্রতি সুনজর দিতে হবে, তাদের প্রতিটি মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজের সুবিধা বঞ্চিত একদল শিশু নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।









মন্তব্য