ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১১-২০ ১৭:০৬:২৯




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১১-২০ ১৭:০৬:২৯




  • রাজনীতি
  • ‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে’.

‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে’

Staff Repoter

‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে’

Staff Repoter


 বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই রায়ের মাধ্যমে বিএনপি দীর্ঘদিনের আন্দোলনের সফলতা দেখতে যাচ্ছে।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমল মেডি এইড আয়োজিত ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


আমীর খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন এটি ফেরত এসেছে। সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’


তিনি আরও জানান, বিএনপি অতীতের অপসংস্কৃতি থেকে বেরিয়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়। অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পিছিয়েছে, তা জনগণ দেখেছে।


এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় আপিল বিভাগের সাত সদস্যবিশিষ্ট বেঞ্চ ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেন। বেঞ্চের নেতৃত্ব দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।









মন্তব্য