ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৭-২৮ ০০:৫৯:১৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৭-২৮ ০০:৫৯:১৬




  • জাতীয়
  • লন্ডনে জনতার হাতে ধোলাই খেলো জুম খোকন.

লন্ডনে জনতার হাতে ধোলাই খেলো জুম খোকন

লন্ডনে জনতার হাতে ধোলাই খেলো জুম খোকন


ডেস্ক রিপোর্ট, শনিবার, জুলাই ২৭, ২০২৪ঃ লন্ডনে প্রবাসীদের হাতে লাঞ্চিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ওরফে জুম খোকন। 

জানা যায়, শুক্রবার আলতাব আলী পার্কে কোটাবিরোধী আন্দোলনে নিহত ছাত্রজনতার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে সমবেত হন অসংখ্য প্রবাসী বাংলাদেশী। তাদের সবার চেহারায় ছিলো বিষন্নতা ও কষ্টের ছাপ। জানাজায় যোগ দিতে যান জুম খোকনও। কিন্তু সেখানে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দেন তিনি। সবাই যখন শোকে কাতর, খোকনের এক ভক্ত তখন তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনার উদ্যোগ নেন। জুম খোকন ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়ালে উপস্থিত প্রবাসীরা হতবাক হয়ে যান। জানাজায় এসে ফুলের শুভেচ্ছা গ্রহণ কেউই স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। এসময় যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী নেতা শরফরাজ শরফু প্রতিবাদ জানান। তিনি মি. খোকনকে শুভেচ্ছা শুট বন্ধ করতে বলেন। কিন্তু জুম খোকন ফটো সেশনে অনড় থাকলে পরিস্থিতির অবনতি ঘটে। মি. শরফু তখন তার দিকে তেড়ে যান। 



শুক্রবার আলতাব আলী পার্কে কোটাবিরোধী আন্দোলনে নিহত ছাত্রজনতার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে জনতার হাতে ধোলাই খায় জুম খোকন।

জানাজায় উপস্থিত লোকজন দুপক্ষকে শান্ত করার চেষ্টা করলে জুম খোকন মি. শরফুকে দেখে নেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এসময় উত্তেজিত ছাত্রজনতা জুম খোকনকে মারধর করে তার পরনের টাই খুলে ফেলেন। অবস্থা বেগতিক দেখে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান মি. খোকন ও তার সঙ্গী।



লন্ডনের আলতাব আলী পার্কে কোটাবিরোধী আন্দোলনে নিহত ছাত্রজনতার গায়েবানা জানাজা।

এদিকে জানাজার অনুষ্ঠানে জুম খোকনের সংবর্ধনা গ্রহণের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুম খোকন দলের নাম বিক্রি করে সম্পদের পাহাড় গড়েছেন। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা গৌণ হলেও দলের ভেতর গ্রুপিং ও নিজস্ব বলয় সৃষ্টিতে জুড়ি নেই তার। বিভিন্ন দেশে ত্যাগীদের বাদ দিয়ে কমিটি গঠন করায় প্রবাসে বিএনপি এখন অকেজো হয়ে পড়েছে। উল্লেখ্য, জুম খোকনের ব্যর্থতায় অ্যামেরিকা ও ইউরোপে বিএনপি এবার হাসিনাবিরোধী আন্দোলন জমাতে পারেনি। অথচ ২২ জুলাই মি. খোকন হাসিনাকে প্রতিরোধের নাম করে স্পেন ভ্রমণে যান, যদিও তার দুদিন আগেই শেখ হাসিনার স্পেন সফর বাতিল হয়। বাংলাদেশে তখন রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিলো। সবকিছু জেনেও শুধু এয়ারপোর্টে সংবর্ধনা নিতে ও মাদ্রিদের রাতের সৌন্দর্য় উপভোগ করতে লন্ডন ছাড়েন বিতর্কিত এ জুমনেতা। জানা যায়, তার প্লেনের টিকেট কিনে দিয়েছিলেন স্পেনেরই এক বিএনপি নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি এ প্রতিবেদককে বলেন, খোকন নির্লজ্জ চরিত্রের মানুষ। সারাক্ষণ ভাইয়োর নামে মিথ্যা কথা বলেন। ভাইয়া নাকি আমাদেরকে তার টিকিটের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি স্পেনে এসেছিলেন শুধু বিলাসভ্রমণ করতে।  নয়তো আমার কিছু টাকা বাঁচত।