ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-১১-২০ ১৬:৪০:১৬
বাংলাদেশ জাতিসংঘে স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে চলা দেশের পক্ষে আর সম্ভব নয়, তাই জরুরি ভিত্তিতে তাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক উদ্যোগ এখন অপরিহার্য। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে নতুন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর বাংলাদেশ এই অবস্থান তুলে ধরে।
ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ যৌথভাবে প্রস্তাবটি উপস্থাপন করে। ১০৫টি দেশ প্রস্তাবটির যৌথ পৃষ্ঠপোষক হয়। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার ২০ নভেম্বর প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার ১৯ নভেম্বর কমিটিতে এটি সর্বসম্মতভাবে পাস হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল থেকে প্রতিবছর গৃহীত এই প্রস্তাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন, মানবিক প্রবেশাধিকারে বাধা এবং বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদারের আহ্বান জানানো হয়।
প্রস্তাব গৃহীত হওয়ার পর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানালেও গত আট বছরে মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে। প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক বিবেচনায় বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে এসেছে। কিন্তু এখন আর এই ভার বহন করা সম্ভব নয়। তাই অবিলম্বে প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।
প্রতিনিধিদল আরও বলে, রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিক অধিকার এবং টেকসই জীবনযাপনের নিশ্চয়তা ছাড়া প্রত্যাবর্তন সফল হবে না। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।