ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১২-২৮ ১৮:১০:১৪
নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে জনগনকে ভোট বর্জনের আহবান জানান তারা।
আজ (২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকার হাটবাজার, দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে জনগনকে ভোট বর্জনের আহবান জানিয়ে অসহযোগ আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।
যাত্রাবাড়ী থানার ৪৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্হানীয় বধুয়া টাইলসের সামনে থেকে ধলপুর কমিউনিটি সেন্টার পর্যন্ত এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ৪৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মিজানুর রহমান ভান্ডারী, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবু, সদস্য আলম দেওয়ান, আলী আহমেদ সবুজ, ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম মোল্লাসহ প্রমুখ।
দক্ষিণখান গার্লস স্কুল মোড় থেকে কাঁচাবাজার এলাকায় ৪৮ নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম-আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দিন, আমিরুল ইসলাম বাবলু, মিন্নাত আলী, শাজাহান আলী, আনোয়ার হোসেন জমিদার, ওয়ার্ড সভাপতি হজরত আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্নাসহ প্রমুখ অংশ নেন ।
সেক্টর-৬ নম্বর এলাকায় উত্তরা পূর্ব থানা বিএনপির লিফলেট বিতরণে নেতৃত্ব দেন থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনির হোসেন ভূইয়া, যুগ্মআহবায়ক শহিদুল ইসলাম সুমন, আমিনুল হক, এসএ হান্নান মিলন, যুগ্মআহবায়ক মোঃ নজরুল ইসলাম খান ও ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সুরুজ আলম ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম প্রমুখ নেতাকর্মীরা।
তুরাগ থানা বিএনপি উত্তরা পাসপোর্ট এলাকায় লিফলেট বিতরণ করেন থানা আহবায়ক আমান উল্লাহ ভূইয়া ও বিএনপি নেতা মহিউদ্দিন চৌধুরীসহ প্রমুখ।
মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রায়েরবাজার বুদ্ধিজীবি বেরি বাঁধ রোডে ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ ও সাধারণ সম্পাদক ওসমান রেজা এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা জনগণকে ভোট বর্জনের আহবান জানান।