ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-১১-১৬ ১৭:৪৬:১১
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (১৬ নভেম্বর) বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে আগামীদিন ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করবে, তা কার্যকর হবে। তিনি আশ্বাস দেন যে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বরিশাল পুলিশ লাইনে দুপুর ২টায় মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন যে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে। তার ভাষায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বা খুব খারাপ নয়, মাঝামাঝি অবস্থানে রয়েছে। তিনি জানান যে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে রায় কী হবে তা কেউ জানে না, তবে যে রায় ঘোষণা করা হবে সেটি কার্যকর হবে এবং জনগণ তা মেনে নেবে। তিনি বলেন যে দুয়েক জায়গায় সামান্য ঝামেলা দেখা গেলেও সমন্বিত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
বৈঠক শেষে তিনি জানান যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তার মন্তব্য অনুযায়ী দেশে এখন নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়েছে এবং প্রশাসন চায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন সম্পন্ন করতে। বরিশাল পুলিশ পরিদর্শন শেষে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।