ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-০২ ১৬:৪৪:৩২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-০২ ১৬:৪৪:৩২




  • আন্তর্জাতিক
  • জটিলতার মধ্যে দিয়ে গাজার জলসীমায় ফ্লোটিলার প্রথম জাহাজের প্রবেশ.

জটিলতার মধ্যে দিয়ে গাজার জলসীমায় ফ্লোটিলার প্রথম জাহাজের প্রবেশ

kzqghvva

জটিলতার মধ্যে দিয়ে গাজার জলসীমায় ফ্লোটিলার প্রথম জাহাজের প্রবেশ

kzqghvva


অনিশ্চয়তার মাঝে গাজার জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবান বার্তা সংস্থা আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামে একটি জাহাজ এরই মধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা- তা এখনো স্পষ্ট নয়।


ইসরায়েলি কমান্ডোরা নৌযানগুলো ঘেরাও ও স্বেচ্ছাসেবীদের ধড়পাকড় চালিয়ে যাচ্ছে। বর্তমানে কার্যকর জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টিতে। যাদের কয়েকটি গাজার আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। 

এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।









মন্তব্য