ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-২১ ১৮:১৯:৩২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-২১ ১৮:১৯:৩২




  • স্বাস্থ্য
  • ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ ১২ জনের মৃত্যু.

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ ১২ জনের মৃত্যু

kzqghvva

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ ১২ জনের মৃত্যু

kzqghvva


মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। নিহত ১২ জনের মধ্যে ছয় জন পুরুষ এবং ছয়জন নারী।

একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪০ জন। রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৯ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ৪১৮৩১ জন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৭৭ জন, ঢাকা বিভাগে ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেটি বিভাগে ৯ জন রয়েছেন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৩৯৬৩১ জন।  









মন্তব্য