ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-১৪ ১৯:১১:৫৪




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-১৪ ১৯:১১:৫৪




  • স্বাস্থ্য
  • দেশে ডেঙ্গু আক্রান্ত ৬৮৫ জন হাসপাতালে ভর্তি, মৃতের সংখ্যা বেড়ে ১৫০.

দেশে ডেঙ্গু আক্রান্ত ৬৮৫ জন হাসপাতালে ভর্তি, মৃতের সংখ্যা বেড়ে ১৫০

kzqghvva

দেশে ডেঙ্গু আক্রান্ত ৬৮৫ জন হাসপাতালে ভর্তি, মৃতের সংখ্যা বেড়ে ১৫০

kzqghvva


গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একদিনে নতুনভাবে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের এক দিনের রেকর্ড। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এতে ২০২৫ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০-এ।


মৃতদের মধ্যে দুজন ঢাকার ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স যথাক্রমে ১৪, ৩৬ ও ৩৮ বছর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গু রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধদের ঝুঁকি বেশি থাকে।


শুধু রোববার নয়, চলতি বছরও ডেঙ্গুর প্রকোপ তীব্র। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর সবচেয়ে বেশি। এছাড়া জানুয়ারি থেকে সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৩৭ হাজার ৮৯১ জন।


রোববার ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ২৪৪ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ১২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে চার জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭০২ জন এবং ঢাকার বাইরে ১০১৩ জন।


বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বৃষ্টির সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মশা প্রতিরোধক ওষুধ ব্যবহার ও পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক প্রচারণা চালাতে হবে এবং সবাইকে নিজ নিজ এলাকায় নিরাপদ ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে হবে।


স্বাস্থ্য অধিদপ্তরের ইতিহাস অনুযায়ী, ২০০০ সাল থেকে ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হয়। এর মধ্যে ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান।









মন্তব্য