ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০৭ ১৭:০৭:০৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০৭ ১৭:০৭:০৬




  • জাতীয়
  • বদরুদ্দীন উমরের ইন্তেকাল.

বদরুদ্দীন উমরের ইন্তেকাল

kzqghvva

বদরুদ্দীন উমরের ইন্তেকাল

kzqghvva


বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আজ সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

প্রথিতযশা লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। কিছু সময়ের জন্য তার মরদেহ সেখানে রাখা হবে, যেন সকলে শেষবারের মতন তাকে শ্রদ্ধা জানাতে পারেন। আজ রোববার (৭ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।


ফয়জুল হাকিম জানান, বদরুদ্দীন উমরের মরদেহ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। তার বড় মেয়ে বিদেশে রয়েছেন। তিনি ফেরার পর আগামীকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তার পেশাজীবনের শুরু। পরবর্তীকালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


বরেণ্য এই বুদ্ধিজীবী এক সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০০৩ সালে তিনি ‘জাতীয় মুক্তি কাউন্সিল’ নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং এর সভাপতির দায়িত্ব নেন।









মন্তব্য