ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০১ ১২:১০:১২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০১ ১২:১০:১২




  • আন্তর্জাতিক
  • আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ৫০০, ব্যাপক ক্ষয়ক্ষতি.

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ৫০০, ব্যাপক ক্ষয়ক্ষতি

kzqghvva

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ৫০০, ব্যাপক ক্ষয়ক্ষতি

kzqghvva



 

আফগানিস্তানের পূর্বাঞ্চলে কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে ঝরেছে অনেক প্রাণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জন। আহত হয়েছেন অন্তত ৫০০ জন। এ তথ্য জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী আনাদোলু এজেন্সিকে।


টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে।


আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’


এদিকে ভূমিকম্পের পরই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এ ছাড়া আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করেছে আফগান সরকার।


ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। এই অঞ্চলটির ৯০ শতাংশ পাড়ার দ্বারা বেষ্টিত। ফলে রাস্তাগুলো অনেক সরু হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে অনেক বেগ পেতে হবে।


উল্লেখ্য, ২০২২ সালে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষের মৃত্যু হয়। ওই সময়ে ভয়াবহ ভূমিধসের ফলে উদ্ধার তৎপরতা চালাতে ব্যাপক বেগ পেতে হয়।









মন্তব্য