ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৯-২৩ ১৫:৩৭:০০
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফ্রান্সের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর আগে এ ঘোষণা আসে। সূত্র: বিবিসি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নই ফ্রান্সের প্রধান দাবি। তিনি বলেন, “আমরা চাই, পাশাপাশি দুটি রাষ্ট্র টিকে থাকুক— একটি ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, এবং অপরটি ফিলিস্তিন, যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে।”
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ফ্রান্সের এই ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে। একইদিন ভোর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩০ জনই গাজা শহরের বাসিন্দা।
প্রসঙ্গত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে বৈশ্বিক সম্মেলন। এর আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি আরব।
ফ্রান্সের আগে আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা এবং সান মারিনোসহ একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর ফলে ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সমর্থন আরও শক্তিশালী হচ্ছে।