ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৬-১৩ ১৯:৫৫:৪০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৬-১৩ ১৯:৫৫:৪০




ইরানে ইসরাইলের ভয়াবহ হামলা

kzqghvva

ইরানে ইসরাইলের ভয়াবহ হামলা

kzqghvva


ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল শুক্রবার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরাইলের এই হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। ইসরাইলের হামলার কঠিন জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ইসরাইলের এই হামলায় ঘটনায় জাতিসংঘ, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। হামলার ফলে বিশ্ববাজারে বেড়েছে জ¦ালানি তেলের দাম। 

গতকাল শুক্রবার ভোরে এক ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, কারণ ইসরাইলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বৃহস্পতিবার রাতেই ইসরাইল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত নয় এবং তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে, সে বিষয়ে সতর্ক করেন তিনি।

এক বিবৃতিতে রুবিও বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো অঞ্চলজুড়ে মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা। ইসরাইল আমাদের জানিয়েছে, তাদের আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আমাদের বাহিনীগুলোকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছেন এবং আমরা আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছি।

ইরানের শতাধিক স্থানে হামলায় অংশ নেয় ইসরাইলের ২০০ যুদ্ধবিমান: ইরানের পারমাণবিক স্থাপনা, পরমাণু গবেষক ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরাইল নজিরবিহীন হামলা চালিয়েছে। শুক্রবার (১৩ জুন) ভোরে মোট ১০০টি লক্ষ্যবস্তুতে ২০০ যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র এফি ডিফ্রিন একটি লাইভ ব্রিফিংয়ে বলেন, ‘ইরানজুড়ে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে বিভিন্ন ধরনের ৩৩০টিরও বেশি যুদ্ধাস্ত্র।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলের হামলা একটি সুনির্দিষ্ট এবং সমন্বিত অভিযানের অংশ। ফাইটার জেটগুলো এখনও ইরানের বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তু এবং পারমাণবিক কর্মসূচির লক্ষ্যবস্তুতে আঘাত অব্যাহত রেখেছে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একাধিক ভিডিও এবং ছবি পর্যালোচনা করে জানিয়েছে, তেহরান এবং ইরানের অন্যান্য স্থানের লক্ষ্যবস্তুতে আঘাতের দৃশ্য ফুটে উঠেছে।

রাজধানীতে স্থানীয় সময় শুক্রবার ভোরে তোলা একাধিক ভিডিওতে শহরের বিভিন্ন ভবন থেকে উড়তে দেখা গেছে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী। একটি ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘ভোর ৩টা বেজে ৩৭ মিনিটে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আঘাত হানে বিমান থেকে নিক্ষেপ করা বোমা।’

পূর্ব তেহরানের একটি অভিজাত এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলায় বিস্ফোরণের পরের চিত্র দেখা গেছে। সিএনএনের ভূ-স্থানিক অবস্থানের অন্যান্য ভিডিওতে দেখা গেছে, উত্তর তেহরানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে  জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা। ইসরাইলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত: ইসরাইলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম।

ইসরাইলের হামলায় নিহত পরমাণু বিজ্ঞানীরা হলেন আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, আমিরহোসেইন ফেকহি, মোতালেবলিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিসহ দেশটির ৩ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজেতে হামলা চালিয়ে বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে ইসরাইল।’

তিনি আরও বলেন, ‘যত দিন পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে সময় লাগে তত দিন ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

ইরানের গণমাধ্যম আরও জানিয়েছে, পারমাণবিক সক্ষমতার অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মধ্যেই এই হামলা চালালো তেল আবিব।

এদিকে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরাইল। পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।

বিমান হামলার আগে ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদ: ইরানে এমন নিখুঁত হামলা চালানোর পেছনে অন্যতম ভূমিকা রেখেছে ইসরাইলের দুর্র্ধষ গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল শুক্রবার ইসরাইলের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার আগে ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদ কমান্ডোরা।

ইসরাইলি নিরাপত্তা সূত্রমতে, শুক্রবার ইসরাইলি হামলার আগে ইরানের গভীরে একাধিক গোপন অভিযান পরিচালনা করেছিল তারা।

এই অভিযানের মধ্যে ছিল ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনের কাছাকাছি খোলা জায়গায় নির্ভুলভাবে পরিচালিত অস্ত্র মোতায়েন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহৃত উন্নত প্রযুক্তি এবং তেহরানের কাছাকাছি একটি ড্রোন ঘাঁটি স্থাপন। ইসরাইলি সামরিক এক কর্মকর্তা জানিয়েছে, ইরানে হামলায় জড়িত সমস্ত ইসরাইলি পাইলট নিরাপদে বাড়ি ফিরে এসেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিদেশি সাংবাদিকদের একটি দলের সাথে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, বিমান বাহিনী ইসরাইলের দিকে লক্ষ্য করা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে।

ইসরাইলের হামলায় ইরানের ২০ জন সিনিয়র কমান্ডার নিহত: ইসরাইলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধানসহ অন্তত ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। দুটি আঞ্চলিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। 

নিহতদের মধ্যে রয়েছেন- ইরানের আমর্ড ফোর্সের চিফ অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করর্পের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও অন্যান্য কর্মকর্তারা। 

এছাড়াও রয়েছেন- মোহাম্মদ মেহেদী তেহেরানচি, তিনি পরমাণু বিজ্ঞানী এবং ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান এবং পরমাণু বিজ্ঞানী ফেরেদউন আব্বাসি। 

গতকাল শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহেরান জুড়ে বিমান হামলা চালায় ইসরাইল বাহিনী। বাদ যায়নি আবাসিক ভবনও। 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসে সর্বোচ্চ: ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এরপরেই জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়েছে।

গতকাল শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইরানে ইসরাইলের হামলার সরাসরি প্রতিক্রিয়া পড়েছে তেলের বিশ্ববাজারে। শুক্রবার সকালে বিশ্ববাজারে তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৬.২৯ ডলার বা ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৫.৬৫ ডলারে, যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বা ৬.৪৩ ডলার বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৪.৪৭ ডলারে, যা ২১ জানুয়ারি থেকে সর্বোচ্চ।

এমএসটি মার্কির সিনিয়র জ্বালানি বিশ্লেষক শৌল কাভোনিক বলেন, দইরানের ওপর ইসরাইলি আক্রমণ ঝুঁকির প্রিমিয়ামকে আরও বাড়িয়ে দিয়েছে। তেল সরবরাহ বাস্তবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এই সংঘাতকে এই অঞ্চলে তেল অবকাঠামোর ওপর ইরানের প্রতিশোধের পর্যায়ে নিয়ে যেতে হবে। চরম পরিস্থিতিতে ইরান অবকাঠামোর ওপর আক্রমণ চালাতে পারে বা হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করে দিতে পারে, যার ফলে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে।‘

ইসরাইলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি খামেনির: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার (১৩ জুন) ইসরাইলকে ‘কঠোর শাস্তির’ হুমকি দিয়েছেন। সকালে ইসরাইলি বিমান হামলায় ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ একাধিক শীর্ষ কর্মকর্তা ও দুই বিজ্ঞানী নিহত হওয়ার পর এই হুঁশিয়ারি দেন তিনি। খবর সিএনএন

খামেনি একে ‘ভোরের অপরাধ’ বলে আখ্যা দিয়ে জানান, ইসরাইল শুধু সামরিক নয়, আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করেছে। তার ভাষায়, ‘ইসরাইল এর জবাব পাবে এবং তা হবে অত্যন্ত কঠিন।’

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এবং আধা-সরকারি মেহর নিউজ জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরাইলের একাধিক হামলায় তেহরান ও এর আশপাশের অঞ্চল কেঁপে ওঠে। লক্ষ্য ছিল পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আইআরজিসি’র ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি।

ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করল ইসরাইল-জর্ডান: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। গতকাল শুক্রবার ভোরে ইসরাইল ইরানের ভেতরে একযোগে বহু পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা আঘাত হানার চেষ্টা করলে জর্ডান তার আকাশসীমায় এসব হামলা প্রতিহত করে বলে জানিয়েছে। খবর দ্য হিন্দু ও আল জাজিরা

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোনের মোকাবেলায় সক্রিয় হয়ে উঠেছে ইসরাইল ও জর্ডানের সেনাবাহিনী। শুক্রবার ভোরে ইরানের হামলার জবাবে ইসরাইল ড্রোন প্রতিহত করতে শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম ও চ্যানেল ১২ জানিয়েছে, সৌদি আরবের আকাশসীমায়ও ড্রোন প্রতিরোধ অভিযান চলছে।

অন্যদিকে, জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, শুক্রবার সকালেই তাদের আকাশসীমায় ঢুকে পড়া বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পুরো অঞ্চলজুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানে তারা ‘ডজন খানেক পারমাণবিক ও সামরিক টার্গেটে’ আঘাত হেনেছে। এক শীর্ষ সেনা কর্মকর্তা বলেন, ‘ইরানের হাতে এখন এমন উপাদান আছে, যাতে মাত্র কয়েক দিনের মধ্যে ১৫টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।

জাতিসংঘ বাংলাদেশসহ বিভিন্ন দেশের নিন্দা: ইরানে রাজধানী তেহরানে ইসরাইলের ভয়াবহ সামরিক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার  পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। এ হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বশান্তির ওপর ঝুঁকি তৈরি হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার অনুরোধ করছে যা চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো ঘনীভূত করতে পারে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থিতিশীল মধ্যপ্রাচ্যের পক্ষে একযোগে পদক্ষেপ গ্রহণ এবং একই সঙ্গে কূটনীতি ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী টেকসই শান্তির উপায় অবলম্বনের আহ্বান জানায়।

ইরানে ইসরাইলি হামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে: ইরানের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার ভোররাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বনেতারা উত্তেজনা এড়াতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইরানে ইসরাইলের হামলা হওয়ার আগেই তিনি বুঝতে পেরেছিলেন যে এটা ঘটতে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘ইরানের কাছে পারমাণবিক বোমা থাকতে পারবে না। আমরা চাই আবার আলোচনার টেবিলে ফিরে যেতে। দেখা যাক কী হয়।’

ট্রাম্প আরও বলেন, ইরান যদি পাল্টা হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের ও ইসরাইলকে রক্ষা করতে প্রস্তুত আছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ঠেকাতে সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।

গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘জাতিসংঘ মহাসচিব মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বাড়াকে নিরুৎসাহিত করেন।’

ফারহান আরও বলেন, জাতিসংঘ মহাসচিব ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়ে বিশেষভাবে উদ্বেগ জানিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলার মধ্যে এমন হামলা হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ইসরাইলের এমন হামলার পরিণতি কী হবে, তা নিয়ে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন।

লিন জিয়ান আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নতুন করে উত্তেজনা এড়াতে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছে চীন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। দেশটিও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে। তারা এটিকে ইসরাইলের বিপজ্জনক ও বেপরোয়া কর্মকাণ্ড উল্লেখ করে বলেছে, এর মধ্য দিয়ে জাতিসংঘ সনদের লঙ্ঘন হয়েছে। এ ধরনের আগ্রাসী ও নির্বিচার আচরণ অগ্রহণযোগ্য। এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ন হবে।

ওমানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলকে সরাসরি এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া বলেন, ‘আমরা ইসরাইলের এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ ধরনের কাজ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।’

তাকেশি সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানো এবং দ্রুত পরিস্থিতি শান্ত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এতে বলা ‘ভ্রাতৃপ্রতিম ইরানকে লক্ষ্য করে ইসরাইলের চালানো এই প্রকাশ্য আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সৌদি আরব। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে এবং এটি আন্তর্জাতিক নিয়মকানুনের স্পষ্ট লঙ্ঘন।’

ইরানে ইসরাইলের হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও তুরস্কও।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিভিন্ন সংবাদ সংস্থাকে বলেন, ‘ইসরাইল ও ইরানের মধ্যে হঠাৎ করে যে ভয়াবহ উত্তেজনা শুরু হয়েছে, তা নিয়ে রাশিয়া উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে।’

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলে থাকা রাশিয়ার নাগরিকদের সম্ভব হলে দেশটি ত্যাগ করতে বলেছে রুশ দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাশিয়ার নাগরিকদের ইসরাইলে না যাওয়ার পরামর্শ দিয়েছে তারা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলকে ‘আগ্রাসন বন্ধ করার’ আহ্বান জানিয়েছে। ইসরাইলের চালানো হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে আঙ্কারা।










মন্তব্য