ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০১-৩১ ২২:০০:৪৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০১-৩১ ২২:০০:৪৩




ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

kzqghvva

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

kzqghvva


ছুটির দিনও সড়কে মৃত্যুর মিছিল। এদিন দেশের ছয় জেলায় ১৪ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৩১ জানুয়ারি) রংপুরে ৫ জন, সিরাজগঞ্জে ৩ জন, কুষ্টিয়ায় ২ জন, ময়মনসিংহে ২ জন, বগুড়ায় এবং টাঙ্গাইলে ১ জন করে নিহত হয়েছেন।

রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কের চায়নার মোড় এলাকায় সকালে ৯টার দিকে ঢাকা-কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস একটি মাহিন্দ্রাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ২ জন।

সিরাজগঞ্জ: যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলীবাড়ীতে বাসচাপায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ: মাসকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন দুই বন্ধু আবির ও মেহেদি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিগাতলা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বগুড়া: ঘন কুয়াশায় বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া, টাঙ্গাইলে সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন।









মন্তব্য