ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, আমাদের নেতা ডা. শফিকুর রহমান আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আল্লাহর তরফ থেকে দূত হিসেবে আমাকে এখানে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে ১০ দলীয় জোটের প্রার্থীর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কৃষ্ণ নন্দী।
তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। সেখানে নানা রকম আলোচনা সমালোচনাও হতে থাকে।
সভায় দেয়া পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘আমি সাদা মনের মানুষ। চিটারি-বাটপারি বুঝি না। চিটারি-বাটপারির ঘরে আমার জন্ম হয়নি।’
তিনি বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে দমানো যাবে না। ভয় পেলে আমি দাঁড়িপাল্লার প্রার্থী হতাম না। বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে কেন আমি আলোচিত প্রার্থী হয়েছি— এর পেছনে আপনাদের ভালোবাসা রয়েছে। আপনাদের ভালোবাসা নিয়ে এখানেই থাকবো, এখানেই মরবো।’
এ সময় বিএনপির মনোনীত প্রার্থী আমির এজাজ খানের উদ্দেশে কৃষ্ণ নন্দী বলেন, ‘এজাজ ভাই বলেছিল, তারা ২৫০ আসন পাবে আর আমরা পাব ২০টা। আমি তাকে বলেছি— আল্লাহর সঙ্গে পাল্লা দিও না। এটা উল্টো যদি তোমাদের বিপক্ষে ঘুরে যায়, তখন কী হবে?’
তিনি আরও বলেন, ‘হুমকি-ধমকি দিও না। কয়েকদিন পরেই বুঝতে পারবে, তোমার পায়ের নিচের মাটি সরে গেছে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত প্রার্থী বলেন, ‘প্রত্যেক গ্রামে গ্রামে যাবেন। সকালে-বিকেলে মানুষের কাছে ভদ্র ভাষায় মিনতি করে ভোট চাইবেন। আমরা বন্দুকের নল দেখিয়ে ভোট চাইব না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন বক্তব্য নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে কৃষ্ণ নন্দী বলেন, ‘দাকোপ-বটিয়াঘাটার নাম আগে কেউ জানতো না। আমার কারণে বিশ্বব্যাপী এই এলাকার পরিচয় হয়েছে। নির্বাচনে জয়ী হলে এলাকাকে আরও পরিচিত করব, উন্নয়ন করব।’
মতামত দিন
০ টি মন্তব্য