টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। শনিবার(২৪ জানুয়ারি) লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মহসিন নাকভি বলেন, ভারত ও পাকিস্তান অতীতে যে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির সেই একই হাইব্রিড মডেল বা ভেন্যু বদলের নীতি অনুসরণ করা উচিত। আইসিসি যদি বাংলাদেশের যৌক্তিক দাবি উপেক্ষা করে তবে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
নিরাপত্তাশঙ্কায় বিসিবি ভারতে বিশ্বকাপ না খেলার অনুরোধ জানালেও আইসিসি তা নাকচ করে দেয় এবং অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার খবর সামনে আসে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নাকভি এই পদক্ষেপকে ‘দ্বিমুখী নীতি’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে ক্রিকেটের একটি বড় অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি আইসিসির এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন কেন একটি দেশের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে আর অন্য দেশের ক্ষেত্রে বিপরীত আচরণ করা হবে।
পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে নাকভি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি ফিরলেই এ বিষয়ে পিসিবির পরবর্তী পদক্ষেপ পরিষ্কার করা হবে। নাকভি রসিকতা করে বলেন যে পরিস্থিতির প্রয়োজনে তাদের ‘প্ল্যান এ, বি এবং সি’ সব কিছুই প্রস্তুত রয়েছে।
আইসিসির বোর্ড সভায় নিজের অবস্থান স্পষ্ট করার কথা জানিয়ে তিনি বলেন, কোনো দেশ এককভাবে অন্য দেশকে নির্দেশ দিতে পারে না এবং এমন বৈষম্য চললে পাকিস্তান নিজের অবস্থানে অটল থাকবে।
মতামত দিন
০ টি মন্তব্য