ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৭-০২ ০০:১৩:০৪




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৭-০২ ০০:১৩:০৪




৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়

kzqghvva

৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়

kzqghvva


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোয় জুনে প্রবাসী আয় (রেমিট্যান্স) বেড়েছে। এ মাসে প্রবাসীরা দেশে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স।সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের চেয়ে জুনে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশ। আলোচ্য মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।


এদিকে সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি।

এর আগে গত মে মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি মার্কিন ডলার। যা ছিল গত ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ।


এরও আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার।


চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার। মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে আসে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে আসে ২০৪ কোটি ৪২ লাখ ডলার এবং মে মাসে এসেছে ২২৫ কোটি ডলার।









মন্তব্য