ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০১-০৩ ১৬:০০:০০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০১-০৩ ১৬:০০:০০




২০ জানুয়ারি দেখা হবে : পরীমণি

whois kamley

২০ জানুয়ারি দেখা হবে : পরীমণি

whois kamley


ডেইলি বাংলা টাইমস:

আলোচনার শীর্ষেই থাকছেন ঢাকায় চলচিত্রের নায়িকার পরীমণি। গেল বছরের শেষ দিন নতুন করে আলোচনায় আসেন আবার। এপর থেকে আলোচনায় রয়েই গেছেন তিনি। নতুন বার্তা দিয়েছেন দেখা হবে ২০ জানুয়ারি।

নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ভক্তদের জন্য এমন বার্তা দিয়েছেন তিনি।

বছরের শেষ দিনে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমণি বলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

তার এ স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনার শুরু। এরপর আরো কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সবশেষ মঙ্গলবার এক স্ট্যাটাসে ভক্তদের জন্য বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘শুভ সকাল! আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরব‘- এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্যে। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি’।

জানা গেছে, শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এটি ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন, রাতুলের রাত‘ উপন্যাস অবলম্বনে বানানো একটি সিনেমা। যা বানিয়েছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।









মন্তব্য