ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০১৯-০৪-০৩ ১৫:০০:০০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০১৯-০৪-০৩ ১৫:০০:০০




  • রাজনীতি
  • মোকাব্বির খানের জন্য বেঈমান হতে চান না ড. কামাল.

মোকাব্বির খানের জন্য বেঈমান হতে চান না ড. কামাল

whois kamley

মোকাব্বির খানের জন্য বেঈমান হতে চান না ড. কামাল

whois kamley


বিডি অনলাইন ডেস্ক :

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে সদ্য শপথ গ্রহণকারী গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে গেট আউট বলে নিজের চেম্বার থেকে বের করে দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দলটির প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে যান।

এসময় ড. কামাল হোসেনের চেম্বারের উপস্থিত ছিলেন- দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। মোকাব্বির খানকে চেম্বারে দেখে ড. কামাল চেয়ার ছেড়ে উঠে দাড়িয়ে মোকাব্বির খানের উদ্দেশ্যে বলেন, গেট আউট। তুমি আমার নামে বদনাম করে বেড়াচ্ছো। আমি নাকি তোমাকে সংসদে শপথ নেয়ার অনুমতি দিয়েছি। আমি তোমার জন্য বেঈমান হতে পারব না। পরে মোকাব্বির খান চেম্বার ত্যাগ করতে বাধ্য হন।









মন্তব্য