ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০১-২৯ ১০:০৬:১৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০১-২৯ ১০:০৬:১৬




আমেরিকার হৃদয় আজ দুঃখভারাক্রান্ত : বাইডেন

kzqghvva

আমেরিকার হৃদয় আজ দুঃখভারাক্রান্ত : বাইডেন

kzqghvva



জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনাসদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকার হৃদয় আজ দুঃখভারাক্রান্ত।

জো বাইডেন বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিশ্রুতি বজায় রাখব। আর এতে কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্রের পছন্দমতো উপায়ে হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহিতা করতে হবে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় বলে জানায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম)। এ ঘটনায় ৩৪ জনেরও বেশি সেনাসদস্য আহত হয়েছেন।

এ হামলায় ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমরা এখনো এ হামলার তথ্য সংগ্রহ করছি। আমরা এটা জানি যে, সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলো এ হামলা চালিয়েছে।

এর আগে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৬ জানুয়ারি) পর্যন্ত, ইরাক এবং সিরিয়ায় মার্কিন ও জোট বাহিনীর ওপর ১৫৮টিরও বেশি হামলা হয়েছে, যদিও কর্মকর্তারা ড্রোন, রকেট এবং ক্ষেপণাস্ত্রের ক্রমাগত হামলাকে ব্যর্থ হিসেবে বর্ণনা করেছেন। কারণ, তারা ঘন ঘন গুরুতর আঘাত বা অবকাঠামোর ক্ষতি করেনি।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হওয়া সংঘাতে এই প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী হতাহতের কোনো খবর দেয়নি।









মন্তব্য