ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৬-১৫ ২০:১৩:২১
মাত্র এক ঘণ্টায় ইসরালের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছেন, এক ঘণ্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি। অবশ্য, তারা কখনো তাদের ক্ষয়ক্খতির কথা তেমন একটা স্বীকারও করে না।
দাবিকৃত বিমান গুলো আসলে যুদ্ধবিমান, ড্রোন, নাকি নজরদারি চালানোর বিমান—সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি। তবে ওই ঘটনার পর ঘোষণা দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর।
ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন।
তবে ম্যাডিসিস দাবি করছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। একই দাবি করেছে বিট্রিশ গণমাধ্যম বিবিসি।দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চলিয়েছে ইরান। এতে কমপক্ষে ৭ ইসরায়েলি নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। এ তথ্য দিয়েছে আল-জাজিরা।
শনিবার রাতে প্রথম দফায় ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে কয়েক ডজন মিসাইল ছোড়ে তেহরান। এরপর শনিবার মধ্যরাতে আরেক দফা মিসাইল ছুড়ে দেশটি।