ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১২-২২ ১২:৪১:০১
সম্প্রতি রাজধানী ঢাকার বাংলামোটর অভিজাত একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা প্রাক্তনিদের প্রিয়মুখ আড্ডা। অনার্স ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী আমেরিকাপ্রবাসী কবি, লেখক, সাংবাদিক ফরিদা ইয়াসমিনের সম্মানে গত ১৩ ডিসেম্বর আয়োজিত এ আড্ডায় যোগ দিতে প্রাণের টানে ছুটে আসেন সতীর্থরা। তাদের মধ্যে কয়েকজন আসেন ঢাকার বাইরের বিভিন্ন জেলা-উপজেলা থেকে, যারা সবাই দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের সাবেক ও বর্তমান অধ্যক্ষ। প্রধান অতিথি হিসেবে আড্ডাকে আলোকিত করেন তৎকালীন জগন্নাথ কলেজের অধ্যাপক মরিয়ম আক্তার চৌধুরী। বাংলা একাডেমি, লেডিস ক্লাব, অফিসার্স ক্লাবসহ রাজধানীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত অবসরপ্রাপ্ত এই অধ্যাপক তার পুরোনো ছাত্রছাত্রীদের কাছে পেয়ে আনন্দে আপ্লূত হন। আর বিশেষ অতিথি হিসেবে আড্ডাকে প্রাণবন্ত করেন বাংলা বিভাগের তিন স্বজন যথাক্রমে আমেরিকাপ্রবাসী এগ্রি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ঢাকার একটি রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান সাঈদা সিদ্দিকী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক, লেখক কামাল আহমেদ। আড্ডায় অংশ নেয়া আরো কয়েকজন হচ্ছেন : কবি, সাংবাদিক, লেখক অনিমেষ বড়াল, ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাচিকশিল্পী জামিল ফোরকান, মুন্সীগঞ্জ সিরাজদিখানের কুঞ্জ বিহারি সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও লেখক-গবেষক মো. শামসুল হক, ঢাকার দুই নারী শিক্ষক মাফরুজা মিরা ও নাজনীন, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক মাঈনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারি অধ্যাপক তাহেরা ইয়াসমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক কবি মুহাম্মদ আবদুল বাতেন, ধানমন্ডি ভিকারুননিসা নুন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক কবি উম্মে কুলসুম মিরা, মানিকগঞ্জের বালিরটেক আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হারিস মিজান, বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার স্পোর্টস এডিটর কবি পরাগ আরমান, অভিজাত মাসিক রোদসী সম্পাদক, টিভি টকশো ব্যক্তিত্ব ও শিল্পোদ্যক্তা সাবিনা ইয়াসমিন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন দিপু, বিশিষ্ট নারী উদ্যোক্তা নাসরিন, শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মারুফা আক্তার মিম, ঢাকা জজকোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী মাহবুবা রহমান কাকলি এবং একই সঙ্গে সাহিত্যিক ও প্রকৌশলী সাইফুল্লাহ আল মামুন।
আড্ডা সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগ পুনর্মিলনী আয়োজক কমিটির সভাপতি সাংবাদিক-লেখক মোহন হাসান। অতিথিসহ অংশগ্রহণকারী সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা-স্বাগতম জানান পুনর্মিলনী আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক ও তুখোড় সংগঠক শামসুদ্দিন দিদার। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট কাকলি ও কণ্ঠশিল্পী মিম। আড্ডায় প্রাক্তনিদের স্মৃতিচারণে আবেগঘন এক পরিবশের সৃষ্টি হয়। সভাপতি, অতিথি ও অংশগ্রহণকারীরা আসন গ্রহণের পর দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় মরহুম শিক্ষক ,ছাত্র ও অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা করে। আড্ডায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রানা আশরাফ ও অসুস্থ বিশিষ্ট পুস্তক প্রকাশক শাহ আল মামুনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। স্মৃতিচারণ পর্বের পর আমেরিকাপ্রবাসী লেখক সাংবাদিক ফরিদা ইয়াসমীনের হাতে প্রিয়মুখ সম্মাননা খচিত পদক তুলে দেয়া হয়। মধ্যাহৃভোজের আগে শুরু হওয়া আড্ডা পুরোপুরি ভাঙ্গতে রাত প্রায় নয়টা বেজে যায়।