ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১২-১৪ ১৮:৪৭:০৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১২-১৪ ১৮:৪৭:০৬




  • জাতীয়
  • নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই:পররাষ্ট্রমন্ত্রী.

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই:পররাষ্ট্রমন্ত্রী

kzqghvva

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই:পররাষ্ট্রমন্ত্রী

kzqghvva


বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রীর দাবি, বিরোধী দল বিএনপির ওপর সন্তুষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে গণমাধ্যমকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বহির্বিশ্ব আমাদের সহায়তার কাজ করেছে। বহির্বিশ্ব চায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা এরসঙ্গে যুক্ত করেছে কোনো বায়োলেন্স (সংঘাতমুক্ত) নয়। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের ওপর বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের প্রেশারে আছি। একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেশার। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।’

অবরোধ চলাকালে ট্রেন লাইন কেটে রাখলো কারা?অবরোধ চলাকালে ট্রেন লাইন কেটে রাখলো কারা?

এর আগে একাধিকবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। যা আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশি সরকারের সাথে আলোচনার ক্ষেত্রেও এটিই মূল বিষয়।









মন্তব্য