ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১১-১৩ ১১:২১:৫২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১১-১৩ ১১:২১:৫২




  • জাতীয়
  • অবরোধের দ্বিতীয় দিনে যাত্রীশূন্য টার্মিনাল, ঢাকায় গণপরিবহন কম.

অবরোধের দ্বিতীয় দিনে যাত্রীশূন্য টার্মিনাল, ঢাকায় গণপরিবহন কম

অবরোধের দ্বিতীয় দিনে যাত্রীশূন্য টার্মিনাল, ঢাকায় গণপরিবহন কম


বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের শেষ দিনেও যাত্রীশূন্য বাস টার্মিনালগুলো। সোমবার রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনালে এই চিত্র দেখা গেছে। সকাল থেকেই বাস টার্মিনাল ছিল একেবারেই সুনসান। বাসের স্টাফরা জানিয়েছেন, অবরোধের দিনগুলোতে বাস টার্মিনালে যাত্রীর দেখা পাওয়া যায় না। এতে লসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে পরিবহনগুলোকে। এছাড়া বাস চলাচল না করায় স্টাফরাও পড়েছেন বিপাকে।

এদিকে এদিনও রাজধানীতে গণপরিবহন কম দেখা গেছে। বাস সংকটে বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অসিফগামী যাত্রীরা দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষায় ছিলেন। বাসাবো, মালিবাগ, বাংলামোটর, ফার্মগেট, তেজগাঁও, আগারগাঁও, কাজীপাড়া, শ্যামলি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে।  যাত্রীশূন্য টার্মিনাল, ঢাকায় গণপরিবহন কম


বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের শেষ দিনেও যাত্রীশূন্য বাস টার্মিনালগুলো। সোমবার রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনালে এই চিত্র দেখা গেছে। সকাল থেকেই বাস টার্মিনাল ছিল একেবারেই সুনসান। বাসের স্টাফরা জানিয়েছেন, অবরোধের দিনগুলোতে বাস টার্মিনালে যাত্রীর দেখা পাওয়া যায় না। এতে লসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে পরিবহনগুলোকে। এছাড়া বাস চলাচল না করায় স্টাফরাও পড়েছেন বিপাকে।

এদিকে এদিনও রাজধানীতে গণপরিবহন কম দেখা গেছে। বাস সংকটে বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অসিফগামী যাত্রীরা দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষায় ছিলেন। বাসাবো, মালিবাগ, বাংলামোটর, ফার্মগেট, তেজগাঁও, আগারগাঁও, কাজীপাড়া, শ্যামলি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে। 









মন্তব্য