ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-১৪ ১৩:৪৪:৫৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-১৪ ১৩:৪৪:৫৭




  • আন্তর্জাতিক
  • ইসরায়েলি হামলায় গাজায় ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ.

ইসরায়েলি হামলায় গাজায় ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

kzqghvva

ইসরায়েলি হামলায় গাজায় ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

kzqghvva


ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় গাজা উপত্যকায় ৪ লাখের বেশি ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ।

ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ রয়েছে। তৃষ্ণা মেটাতে অনেকে কূপ থেকে লোনা পানি পান করছে। গাজায় পানিবাহিত রোগের বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের এই সংস্থাটি।শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘন্টার মধ্যে নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করেছে।ওসিএইচএ জানিয়েছে, এই আদেশের পর কয়েক হাজার বাসিন্দা উত্তর গাজা থেকে পালিয়ে দক্ষিণে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে গাজা উপত্যকার বিরুদ্ধে একটি টেকসই এবং শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। জেরুজালেমসহ পশ্চিম তীরের দুটি শরণার্থী শিবিরে এসব অভিযান চালানো হয়েছে।

আল–জাজিরা আরবির পক্ষ থেকে এক এক্স বার্তায় (টুইটার) বলা হয়েছে, আজ শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে প্রাথমিকভাবে এ অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে এদিনই ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন ও জেরিচোতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পাওয়া যায়। এসব অভিযানে দুজন আহত হয়েছেন।









মন্তব্য