ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৬-২৪ ১৮:০৪:৩৪
ইসরায়েলি হামলায় গত ১২ দিনে ইরানে কমপক্ষে ৬১০ জন ইরানি নিহত এবং ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এক বিবৃতিতে জানিয়েছেন, ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার হয়েছে।
তিনি জানান, ১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে কমপক্ষে ১৩ শিশু নিহত হয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র দুই মাস। এছাড়াও ইসরায়েলি হামলায় ৪৯ জন নারীও নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গর্ভবতী ছিলেন।
তিনি আরও বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। এছাড়া সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ছয়টি জরুরি পরিষেবা ঘাঁটি, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হয়েছে।
সূত্র: আলজাজিরা