ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৮-০৮ ১৭:১০:১৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৮-০৮ ১৭:১০:১৩




ড. ইউনূসের আবেদন হাইকোর্টে খারিজ

ড. ইউনূসের আবেদন হাইকোর্টে খারিজ


শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শ্রম আদালতের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদফতরের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী শুনানি করেন।

অভিযোগকারীর আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের এই রায়ের পর ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম চলবে। ড. ইউনূসের পিটিশন দায়েরের পর বিচারপতি রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গত ২৩ জুলাই প্রফেসর ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শ্রম আদালতের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

গত ৬ জুন প্রফেসর ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদলত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা। এই মামলার অন্য বিবাদী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং পরিচালক নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। গত ৬ জুন শ্রম আদালত প্রফেসর ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর বিচারিক আদালতে মামলাটি দায়ের করেছিলেন। ২০২১ সালের ১২ অক্টোবর আদালত ড. ইউনূসসহ মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।









মন্তব্য