ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-০৫ ১৭:১৬:১৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-০৫ ১৭:১৬:১৭




  • রাজনীতি
  • গণতান্ত্রিক অর্ডার পুনরুদ্ধারে সবার ঐক্য প্রয়োজন: আমীর খসরু.

গণতান্ত্রিক অর্ডার পুনরুদ্ধারে সবার ঐক্য প্রয়োজন: আমীর খসরু

kzqghvva

গণতান্ত্রিক অর্ডার পুনরুদ্ধারে সবার ঐক্য প্রয়োজন: আমীর খসরু

kzqghvva


বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এর আগে গোয়েন লুইস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।

আমীর খসরু বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক শৃঙ্খলা পুনরুদ্ধারে জাতিসংঘের অঙ্গীকার রয়েছে। এই অর্ডার ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের এখন একটাই প্রত্যাশা—গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। এটি সম্ভব কেবল একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। ফেব্রুয়ারির প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচনের বিষয়ে কিভাবে তা সফলভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।”

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, “রোহিঙ্গাদের দুর্দশা, প্রত্যাবাসন প্রক্রিয়া এবং মানবিক সহায়তা নিয়ে জাতিসংঘের ভূমিকা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোয়েন লুইস। আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশ সরকার ভবিষ্যতে এ বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।”

গোয়েন লুইসের ভূমিকার প্রশংসা করে আমীর খসরু বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তিনি সবসময় সাহসী অবস্থান নিয়েছেন। জাতিসংঘের চার্টার অনুযায়ী প্রতিটি দেশের জনগণের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় তার ভূমিকা প্রশংসনীয়।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।









মন্তব্য