ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৯-১৪ ১৯:০৮:০৪
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের কয়েকটি এলাকায় চলমান অবরোধ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বলেন, অবরোধের নামে লাখো মানুষকে জিম্মি করে রাখা হবে না। তিনি সতর্ক করে বলেন, “আজকের মধ্যেই যদি অবরোধ না উঠে, তবে আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।”
সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, আসন পুনর্বিন্যাস নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সরকার এ বিষয়ে কোনো ভূমিকা রাখেনি। যুক্তি-তর্ক শোনার পর কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ক্ষোভ থাকলে তা প্রকাশ করার সঠিক চ্যানেল আছে, কিন্তু সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফরিদপুরের দুই ইউনিয়ন অন্য আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত থেকেই এ অস্থিরতার সূত্রপাত। তবে ক্ষুদ্র পরিসরের এই বিরোধের কারণে সারা দেশের মানুষের ভোগান্তি সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
অন্যদিকে একইদিনে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। সরকার দীর্ঘদিন কারাভোগরত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নারী ও বয়স্ক বন্দিদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে। নারীদের যাবজ্জীবন সাজা কমিয়ে ২০ বছর করার প্রস্তাব ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। পুরুষ বন্দিদের ক্ষেত্রে সাজা কিছুটা বাড়ানো হতে পারে, তবে সঠিক মেয়াদ এখনো নির্ধারিত হয়নি।
এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের নিশ্চয়তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণ ও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ছিনতাই, চুরি-ডাকাতি এবং সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মূলত নির্বাচনী প্রস্তুতি, পূজা নিরাপত্তা এবং ফরিদপুরের অবরোধ পরিস্থিতিই আলোচনায় গুরুত্ব পেয়েছে।