ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-১১-০৯ ১৮:০১:০১
তিন ক্যাটাগরির মোট ১ লাখ ৭০ হাজার টন সার এবং ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৪২ কোটি ৭৮ লাখ টাকা।
রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ সভায় ৬টি পৃথক প্রস্তাবে এসব সার ও চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
৫২৬ কোটি টাকা ব্যয়ে ইউরিয়া সার কেনার ৩ প্রস্তাব
বৈঠকে দুই ক্যাটাগরির মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৫২৬ কোটি ৭ লাখ টাকা।
এর মধ্যে প্রতি মেট্রিক টন ৩৯৯.১৭ ডলার দরে সংযুক্ত আরব আমিরাত-এর ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ২য় লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৯৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার টাকা।
প্রতি মেট্রিক টন ৩৯০ ডলার দরে সৌদি আরব-এর ‘সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে ৭ম লটে আরও ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৯০ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া প্রতি মেট্রিক টন ৩৭৯.৫০ ডলার দরে ‘কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ (কাফকো) থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৩৯ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার টাকা।
মরক্কো থেকে টিএসপি সার আমদানির ২ প্রস্তাব
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় প্রতি মেট্রিক টন ৫৪২ ডলার দরে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ১১ ও ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন করে মোট ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুই প্রস্তাবে বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ৯২৫ কেটি ৯ লাখ টাকা।
বৈঠকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ চাল সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান ‘গুরুদেও এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড’। প্রতি মেট্রিক টন ৩৫৬.৭৮ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা।