ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০৭ ১৮:০৪:০৪




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০৭ ১৮:০৪:০৪




  • জাতীয়
  • আগস্টে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ, ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন.

আগস্টে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ, ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন

kzqghvva

আগস্টে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ, ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন

kzqghvva


দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) রোববার (৭ সেপ্টেম্বর) জানিয়েছে, আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশে নেমেছে, যা গত জুলাইয়ের ৮ দশমিক ৫৫ শতাংশের তুলনায় ০.২৬ শতাংশ কম। এই হার গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালের জুলাইতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ, এরপর কখনো ৮ শতাংশের নিচে নামেনি।

বিবিএসের হিসাব অনুযায়ী, আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাইয়ের ৭ দশমিক ৫৬ শতাংশের চেয়ে সামান্য বেড়েছে। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি একই সময়ে কমে ৮ দশমিক ৬০ শতাংশ থেকে ৮ দশমিক ৯০ শতাংশে নেমেছে। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি থাকলেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ পুরোপুরি কমেনি। স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে ৮ দশমিক ১৫ শতাংশে। টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় আরও জটিল হয়েছে।

মূল্যস্ফীতি বোঝার জন্য বিশেষজ্ঞরা উদাহরণ দিচ্ছেন: ২০২৪ সালের আগস্টে যদি কোনো পণ্য বা সেবা কিনতে ১০০ টাকা খরচ হতো, তবে ২০২৫ সালের আগস্টে একই পণ্য ও সেবা কিনতে ১০৮ টাকা ২৯ পয়সা খরচ করতে হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৮ টাকা ২৯ পয়সা।

তিন বছরের উচ্চ মূল্যস্ফীতির পর সাম্প্রতিক এই হ্রাস কিছুটা স্বস্তি দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।









মন্তব্য