ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৯-০৭ ১৮:০৪:০৪
দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) রোববার (৭ সেপ্টেম্বর) জানিয়েছে, আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশে নেমেছে, যা গত জুলাইয়ের ৮ দশমিক ৫৫ শতাংশের তুলনায় ০.২৬ শতাংশ কম। এই হার গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালের জুলাইতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ, এরপর কখনো ৮ শতাংশের নিচে নামেনি।
বিবিএসের হিসাব অনুযায়ী, আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাইয়ের ৭ দশমিক ৫৬ শতাংশের চেয়ে সামান্য বেড়েছে। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি একই সময়ে কমে ৮ দশমিক ৬০ শতাংশ থেকে ৮ দশমিক ৯০ শতাংশে নেমেছে। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি থাকলেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ পুরোপুরি কমেনি। স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে ৮ দশমিক ১৫ শতাংশে। টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় আরও জটিল হয়েছে।
মূল্যস্ফীতি বোঝার জন্য বিশেষজ্ঞরা উদাহরণ দিচ্ছেন: ২০২৪ সালের আগস্টে যদি কোনো পণ্য বা সেবা কিনতে ১০০ টাকা খরচ হতো, তবে ২০২৫ সালের আগস্টে একই পণ্য ও সেবা কিনতে ১০৮ টাকা ২৯ পয়সা খরচ করতে হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৮ টাকা ২৯ পয়সা।
তিন বছরের উচ্চ মূল্যস্ফীতির পর সাম্প্রতিক এই হ্রাস কিছুটা স্বস্তি দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।