ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০১ ০২:২৩:৩৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৯-০১ ০২:২৩:৩৬




  • স্বাস্থ্য
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ নতুন রোগী.

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ নতুন রোগী

kzqghvva

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ নতুন রোগী

kzqghvva



ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এডিশ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন, বাড়ছে মৃত্যুর সংখ্যা।


রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।


চলতি বছরের শুরু থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩১ হাজার ৪৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন।


এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন মোট ১২২ জন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।


ডেঙ্গুর প্রকোপ এ বছরও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে মশকনিধন কর্মসূচি বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।









মন্তব্য