ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৫-০৮-২১ ১৭:১৪:১২
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর রায় ঘোষণার জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
পঞ্চম দিনের মতো এদিন মামলার শুনানি শেষে আপিল বিভাগের বেঞ্চ রায় ঘোষণার জন্য দিন ঠিক করে দেয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ, সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রাষ্ট্রপক্ষ আদালতের কাছে বিচারিক ট্রাইব্যুনালের দেওয়া শাস্তি বহাল রাখার আবেদন জানায়। অপরদিকে আসামিপক্ষ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখার প্রার্থনা করে। উল্লেখ্য, এ মামলার ওপর শুনানি শুরু হয়েছিল গত ১৭ জুলাই। এরপর ৩১ জুলাই, ১৯ আগস্ট, ২০ আগস্ট এবং সর্বশেষ ২১ আগস্ট টানা শুনানি হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতা-কর্মী আহত হন।
ঘটনার পর মতিঝিল থানায় দুটি মামলা হয়—একটি হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেন। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
তবে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট এ রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন। পরে পূর্ণাঙ্গ রায়ে আদালত মন্তব্য করেন, এ হত্যাকাণ্ডের যথাযথ ও স্বাধীন তদন্ত হয়নি। নতুন করে বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে তদন্তের প্রয়োজন রয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে এবং চলতি বছরের ১ জুন আপিল বিভাগ সেটি মঞ্জুর করে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় চলতি আগস্টে আপিল শুনানি শেষ হলো এবং রায় ঘোষণার জন্য ৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারিত হলো।