ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৪-১৭ ১৭:২৪:০০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-০৪-১৭ ১৭:২৪:০০




  • আইন-আদালত
  • বরখাস্ত ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট.

বরখাস্ত ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট

kzqghvva

বরখাস্ত ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট

kzqghvva


ডেইলি বাংলা টাইমস : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জামিন দেনটি হাইকোর্ট।


সোমবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।


আদালতে মিজানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।


দুদক ২০১৯ সালের ২৪ জুন মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করে। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।


মিজান ওই বছরের ১ জুলাই হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত মিজানকে পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে ডিএমপিকে আদেশ দেন।









মন্তব্য