সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ নভেম্বর ২০২৫, ১২:০১ এএম

মোট পঠিত: ১০৮

কর্মসূচি দিয়ে ‘উধাও’ আ.লীগ: প্রতিরোধে জামায়াত, ‘নীরব’ বিএনপি

Babul K.
কর্মসূচি দিয়ে ‘উধাও’ আ.লীগ: প্রতিরোধে জামায়াত, ‘নীরব’ বিএনপি
রাজনীতি

জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে গত দুদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। কোথাও কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে আওয়ামী লীগ না থাকলেও সারাদেশে মাঠে রয়েছে জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা। বুধবার থেকেই রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তবে অনেকটাই নীরব দেখা গেছে বিএনপিকে।

বুধবার রাতে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় দুইজনকে আটক করা হয়। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।’

এরআগে বুধবার সন্ধ্যায় রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়াও গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বুধবার দুপুর থেকেই রাজধানীতে সক্রিয় অবস্থান নিতে দেখা যায় জামায়াত নেতা-কর্মীদের। বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এদিন বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। বিক্ষোভ মিছিলটি গুলশান, বনানী, মহাখালী ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক ঘুরে বনানী ১১ নম্বর সড়কে গিয়ে শেষ হয়। রাজধানীর পল্টন ও গুলিস্তানে জামায়াতের পল্টন থানা আমির শাহিন আহমেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।


এ ছাড়াও বৃহস্পতিবার ভোর থেকেই মাঠে নামে জামায়াতের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এদিন সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এসময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেয়। ১৩ নভেম্বর সকালে রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট-জাতীয় প্রেস ক্লাব এলাকায় বড় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখা।


মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে জনগণ উদারতার পরিচয় দিয়েছে, কিন্তু এবার আর উদারতা দেখানো যাবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ জাতির শত্রু, ভারতীয় আধিপাত্যবাদের দালাল।’


আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীর ১৪ পয়েন্টে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এলাকগুলো হলো- শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, চিটাগাং রোড, যাত্রাবাড়ী, গাবতলি, ধানমন্ডি-৩২, মিরপুর ১০, সায়েন্সল্যাব, উত্তরা বিএনএস, খিলক্ষেত, বসুন্ধরা গেট। আজ ভোরেই শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা কলেজ থেকে একটি মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।


শিবির সভাপতি বলেন, ‘জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র-জনতা।’


নাশকতা ঠেকাতে অবস্থান নিতে দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শরিক এনসিপি, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্যের মতো সংগঠনগুলোকে। মাঠে রয়েছে ইসলামী আন্দোলনসহ অন্যান্য ইসলামী দলগুলোও।


অন্যদিকে বিএনপিকে মাঠে খুব একটা সক্রিয় দেখা যায়নি। তবে মেরুল বাড্ডা, কারওয়ান বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করতে দেখা গেছে স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মীদের। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একজন শীর্ষ নেতা বলেন, ‘দল থেকে মাঠে থাকার কোনো নির্দেশনা দেয়নি, সেজন্য আমরাও মাঠে নামার কোনো নির্দেশনা ইউনিটে পাঠাইনি।’ 


যুবদলের আরেক শীর্ষ নেতা বলেন, ‘পার্টি বাসায় চুপচাপ থাকতে বলছে, ওদের তো (জামাত-এনসিপি) অনেক লোক; ওরাই থাকুক, হাসনাত নাকি একাই যথেষ্ট। ওরাই এখন সামলাক।’


ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ  বলেন, ‘এতদিন আমরাই আওয়ামী লীগকে প্রতিহত করেছি, জামাত-এনসিপি কেউই এগিয়ে আসেনি বরং তারা আমাদের সমালোচনা করেছে।’


তবে সারাদেশেই কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, রয়েছে বিজিবিও। সকালে কিছুটা যানবাহন সংকট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করে। দুপুর গড়াতেই প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo