সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ নভেম্বর ২০২৩, ০৬:২৫ এএম

মোট পঠিত: ৩১১

সরকার বিএনপি নেতাদের এনআইডি জালিয়াতি করে মনোনয়ন ফরম তুলছে : রিজভী

Babul K.
সরকার বিএনপি নেতাদের এনআইডি জালিয়াতি করে মনোনয়ন ফরম তুলছে : রিজভী
রাজনীতি

সরকার বিএনপি নেতাদের এনআইডি জালিয়াতি করে মনোনয়ন ফরম তুলছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেছেন, ‘দেশের সব মানুষের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হ্যাক করে সরকার নিজের কাছে রেখেছে। এই এনআইডি কার্ড দিয়ে সরকার প্রতারণা করছে। দ্বাদশ নির্বাচনে মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে। অথচ এই তথ্য নেতাকর্মীরা জানে।’

মঙ্গলবার রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলনে, ‘এনআইডি কার্ড দিয়ে সরকার প্রতারণা করছে। দ্বাদশ নির্বাচনে মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে। সব কর্তৃত্ব হচ্ছে বর্তমান সরকারের হাতে। এটা যখন প্রকাশ পেয়েছে, দেশ-বিদেশে গণতন্ত্রকামী মানুষরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এই ভোটারবিহীন সরকার নিজের স্বার্থ বাস্তবায়ন করার জন্য কারো কথা শোনে না।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের এনআইডি কার্ড হ্যাক করে তার নামে ফরম কেনা হয়েছে, অথচ তিনি এ বিষয়ে কিছুই জানে না। পরে তিনি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে। যে দেশে জাল-জালিয়াতি চলে সেই দেশের মানুষের বেঁচে থাকা, জীবন নির্বাহ করা- হতাশা ও নৈরাজ্যের মধ্যে ঢেকে যায়। বাংলাদেশের পরিস্থিতি এখন তাই।’

রিজভী বলেন, ‘সরকার বাংলাদেশকে এক দীর্ঘমেয়াদি সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে। শুধু তাদের ব্যক্তিগত ইচ্ছা, তাদের ব্যক্তিগত ক্ষমতা ধরে রাখার এক ধরনের মানসিক রোগ থেকে তারা এসব করছে। গণতন্ত্রের প্রতি তাদের যদি ন্যূনতম শ্রদ্ধা থাকত, তাহলে তারা জনগণের ওপর দুরমুশ মেরে এভাবে ক্ষমতা থাকত না। গুম হত্যা রক্তপাত করত না। হঠাৎ করে যেন পাল্টে না যায় তার জন্য তারা আরো বেশি নির্মম, নির্দয় ও নিষ্ঠুর হয়ে পড়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে তারা তাণ্ডব চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে।’

তিনি আরো বলেন, ‘গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান বলেছেন যে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও নয়ন এসব করাচ্ছে। আমি সরকারের উদ্দেশে বলতে চাই, আপনারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে জানাতে চাচ্ছেন- এই আইনশৃঙ্খলা বাহিনীর লোক কারা? এগুলো তো আপনাদের সাজানো লোক। তারা কোন ধারা থেকে এসেছে এগুলো সবাই জানে। তাদের প্রতিটি কাজ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর মতো নয়, তাদের কাজ সরকারের ব্যক্তিগত অভিলাষ চরিতার্থ করা। তারা নেতাকর্মীদের ধরে নিয়ে চরম নির্যাতন করে। কিন্তু আমরা তো দেখেছি ২৮ অক্টোবর পুলিশ লাইনের ভেতর থেকে ককটেল মারতে বিএনপির মিছিলকে লক্ষ্য করে, এই কথাগুলো তো বলেন না।’

রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের এই দুঃসময়, দুর্দিন ও দুঃশাসনকে অতিক্রম করতে হবে। এবং এই শাসককে অবশ্যই পরাজিত করতে হবে। যদি আপনার সন্তান নিয়ে নির্ভয়ে ঘুমাতে চান, যদি নির্ভয়ে রাস্তাঘাটে চলতে চান, যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের হাত থেকে তাদের চাঁদাবাজি-দখলবাজির হাত থেকে বাঁচতে চান, তাহলে জনগণের শক্তি দিয়ে রাজপথে নেমে সরকারকে পতন করতে হবে।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo