সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

মোট পঠিত: ২১৬

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১০ ডিগ্রির ঘরে

Babul K.
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১০ ডিগ্রির ঘরে
সারা দেশ
উত্তরে দিক থেকে বয়সে হিমালয় হিমালয়ের হিম শীতল বাতাসের কারণে শীতের জেলা নামে খ্যাত পঞ্চগড়ে ক্রমশ হ্রাস পাচ্ছে তাপমাত্রা। গত কয়েকদিন থেকে এ জেলায় তাপমাত্রা উঠানামা করছে। ১৩ থেকে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা বিরাজ করছে।

সোমবার (২ ডিসেম্বর) ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যার পর থেকে এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হওয়া৷ কুয়াশার পরিমান হ্রাস পেলেও বেড়েছে কিছুটা শীতের তীব্রতা। ফলে অনেকখানি আকাশ পরিস্কার দেখা গেছে। আর আকাশ পরিষ্কার থাকার কারণে উঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। চলতি মৌসুমে আজকেই প্রথম সবচেয়ে পরিস্কার কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানান।

এদিকে শীতকে ঘিরে জমে উঠতে শুরু করেছে বিভিন্ন হাট বাজার ও ফুটপাতে পিঠাপুলির দোকান। ধীরে ধীরে গড়ে উঠছে অস্থায়ী গরম কাপড়ের দোকানগুলোও। দিনের বেলা ঝকঝকে রোদ থাকলেও সন্ধ্যার আমার সাথে সাথে কিছুটা শীত অনুভূত হচ্ছে। রাত যতই গভীর হয় শীতের তীব্রতাও বৃদ্ধি পায়।

এদিকে সরে জমিনে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকায় নিম্ন মানুষরা এই শীতের কারণে কিছুটা দুর্ভোগে পড়েছেন। এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় সদর হাসপাতাল সহ জেলা চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে জেলা শহরের রিক্সাচালক শাহ আলম বলেন,দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে কিছুটা শরত অনুভূত হয় । আমাদের রিকশা চালাতে অনেক কষ্ট হয় রাতে।

একই কথা বলেন জেলার তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা শ্রমিক আব্দুস সামাদ, তিনি বলেন,আমরা গরীব মানুষ, নদীতে পাথর তুলে জীবিকা নির্বাহ করি। কিন্তু নদীর পানি অনেক ঠান্ডা, এছাড়া কয়েকদিন থেকে অনেক শীত পড়তেছে। আমাদের কাজ করতে অনেক কষ্ট হয়।

এদিকে ঢাকা থেকে বেড়াতে আসা সাকিব হাসান বলেন, আমরা আজকে তেঁতুলিয়া ঘুরতে এসেছি। ঘুরতে এসে দেখি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। স্থানীয়রা বলছেন, আজকে নাকি সবচেয়ে পরিষ্কার দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। খুব কাছ থেকে কাঞ্চনজঙ্গা দেখতে পেয়ে আমরা অনেক আনন্দিত।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। মূলত এ এলাকা থেকে হিমালয়ের অনেক কাছাকাছি অবস্থান। তাই যখনই হিমেল হওয়া এ জেলার উপরো দিয়ে বয়ে যায় তখনই তাপমাত্রা হ্রাস পায়। তবে আগামী সপ্তাহে তাপমাত্রার আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo