সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ এপ্রিল ২০২৫, ০৭:১৫ এএম

মোট পঠিত: ১৬৭

অশুভ শক্তিকে পরাজিত করে ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে : তারেক রহমান

Babul K.
অশুভ শক্তিকে পরাজিত করে ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে : তারেক রহমান
রাজনীতি

  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী দশ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই।”


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, “সংখ্যাগুরু কিম্বা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশ গ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।”


রংপুর বিভাগের তিন জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে আজ মঙ্গলবার বিকেলে (২২ এপ্রিল ২০২৫) প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-দৃঢ় ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।”


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।” তিনি বলেন, “বিএনপি অন্য কোনো প্রক্রিয়ায় স্বৈরাচারের পরিবর্তন প্রত্যাশা করেনি। বরাবরই আমরা বলেছি, ফয়সালা হবে রাজপথে।”

তারেক রহমান আরও বলেন, “রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদি ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ব্যর্থ হবে সব অর্জন। এপর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতিতে যতো কাজ হয়েছে, এর ৭০ ভাগই হয়েছে বিএনপি আমলে।”


এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন, ‘‘টেইক ব্যাক বাংলাদেশ-এর সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্নভাবে এখনও আমরা অর্জন করতে সক্ষম হইনি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো- এদেশের মানুষের অধিকার কম-বেশি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কমবেশি প্রতিষ্ঠিত হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতায়ন যখন আমরা করতে পারবো, এই দেশের বেকার সমস্যার কমবেশি সমাধান আমরা করতে পারবো, তখনই আমরা বলতে পারবো- ‘টেইক ব্যাক বাংলাদেশ’ কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।


এর আগে প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে ‘প্রশ্নোত্তর পর্বে’ অংশ নেন তিনি। এসময় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন তারেক রহমান।


বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি— ‘‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo