সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫২ এএম

মোট পঠিত: ১৮০

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা ওঁৎ পেতে আছে: তারেক রহমান

Babul K.
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা ওঁৎ পেতে আছে: তারেক  রহমান
রাজনীতি

 ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ ও দলটির কর্মী-সমর্থকরা বিভিন্ন কৌশলে অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “সরকারকে একেবারে ব্যর্থ করে দিতে যে পলাতক স্বৈরাচার ছিল, তার দোসরা বসে নেই, সেটা দেশের ভেতরেই হোক বা বাইরে হোক, প্রশাসনের ভেতরে হোক বা দেশের বাইরে হোক, এরা কিন্তু ওঁৎ পেতে আছে যে কীভাবে এই অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়।”

জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিলে সেই ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য করে তারেক বলেন, “আমরা মনে করি, সরকারের সঙ্গে জনগণের আস্থা নিবিড় থাকলে তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণ যা চাইছে অন্তবর্তীকালীন সরকার যদি সেগুলোকে ‘অ্যাড্রেস’ করে, তাহলে ষড়যন্ত্রকারীরা কোনো সুযোগ পাবে না, তাদের ষড়যন্ত্র সফল হবে না।”

শনিবার বিকালে রাজধানীর রমনায় জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (জেটেব) এর তৃতীয় জাতীয় কাউন্সিলে ভিডিও কলে বক্তব্য দেন তারেক রহমান।

তিনি বলেন, “জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা যদি নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সমস্যা আমরা যাই বলছি না কেন, কোনোটাই টেকসই হবে না। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রথম হাতিয়ার হচ্ছে ভোট প্রয়োগের অধিকার।

“আজকে আপনারা (টেক্সটাইল ইঞ্জিনিয়াররা) কিন্তু ভোট প্রয়োগ করে নেতা নির্বাচন করেছেন। একইভাবে জনগণ ভোট প্রয়োগের সুযোগ যদি না পায়, তাহলে রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের যে সম্পর্ক-অংশীদারত্ব সেই সম্পর্ক-অংশীদারত্ব কিন্তু সৃষ্টি হয় না।“

অন্তর্বতী সরকারের নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোদের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের এবার স্বচ্ছ পরিবেশে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে বলে তারা আশা করছে। “বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট আস্থা পেলে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে জনগণের আস্থার বন্ধন আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।”



‘আহতরা রাজপতে, যা লজ্জার’


গণআন্দোলনে আহতদের সম্প্রতি সড়কে নেমে বিক্ষোভের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আহতরা হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটি সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য অত্যন্ত লজ্জার দৃশ্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও নিরাপত্তা কেন সরকারের অন্তবর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টে নেই বা কত নম্বরে ছিল।


“এরপরও দেখেন, বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার যে পদক্ষেপটি, যে কারণে সমাজের প্রতিটা মানুষ যেকোনো পর্যায়ের যেকোনো মানুষ, প্রত্যেকটি পরিবার যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, এই বিষয়ও অন্তবর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে? আমি সব সময় বলেছি, অন্তবর্তীকালীন সরকারের সকল কাজ হয়ত সবার কাছে সাফল্য হিসেবে বিবেচিত হবে না। তবে এই অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা, গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা।“


তিনি বলেন, “অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনও এই সরকারের প্রতি আস্থা রাখতে চায়, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন উঠছে, সরকার কি উল্টো জনগণের সঙ্গে আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা যদি না যায়, তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সমস্যার- আমরা যত যাই বলছি না কেনো কেনোটাই টেকসই হবে না।”




অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তবর্তী সরকারের প্রতি তার দলের সমর্থনের কথা জানিয়ে বলেন, “কিছু মৌলিক বিষয় যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দূর করে সংস্কার সাধন করে একটি উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করছেন, কাজ করে চলেছেন, আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি।


“একইসঙ্গে আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সমাজের সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো দূর করতে হবে।“


এর আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কাউন্সিল সকালে উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। পরে ভোটের মাধ্যমে ফখরুল আলমকে সভাপতি ও রুহুল আমিন আকন্দকে সঙগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার বক্তব্য দেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo