সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৭ এএম

মোট পঠিত: ২১৫

ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে

Babul K.
ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে
আন্তর্জাতিক

   ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির প্রথমদিনই রোববার (১৯ জানুয়ারি) ইসরায়েলি তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। চুক্তির শর্ত অনুযায়ী, গাজার আল-সায়রা স্কয়ারে রেডক্রসের হাতে এই জিম্মিদের তুলে দিয়েছে হামাস।


রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা বিলম্ব হয়। এই সময়ের মধ্যে হামলা চালিয়ে ২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা।


হামাস তিন জিম্মির নামের তালিকা না দেওয়ায় নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকরে বেঁকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে নামের তালিকা প্রকাশ করায় ইসরায়েলি বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।


এরপরই বাস্ত্যচ্যুত সাধারণ ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেন। যদিও অনেকের বাড়ির কোনও অস্তিত্ব নেই। তবে কেউ কেউ বলেছেন, বিধ্বস্ত বাড়ির ওপরই তাঁবু তৈরি করে থাকবেন। তারা চান নিজেদের চিরচেনা এলাকায় ফিরে যেতে। তারা আবারও প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আগের মতো সময় কাটাতে চান।


প্রাথমিকভাবে ইসরায়েলি তিন জিম্মির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের এক জ্যেষ্ঠ নেতা। তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী, তিন নারী জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে।


তিনি বলেন, “পশ্চিম গাজা সিটির আল রিমাল এলাকার আল-সায়রা স্কয়ারে তিন নারী জিম্মিকে আনুষ্ঠানিকভাবে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। রেডক্রসের সদস্যরা জিম্মিদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। এরপরই তাদের তুলে দেওয়া হয়।”


হামাসের যোদ্ধারা জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘‘রেড ক্রস আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, ইসরায়েলি তিন জিম্মিকে তাদের কাছে স্থানান্তর করা হয়েছে। তারা (রেডক্রস) গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা সংস্থার সদস্যদের কাছে হস্তান্তরের জন্য জিম্মিদের নিয়ে যাচ্ছে।’’


ইসরায়েলের বিচারবিষয়ক মন্ত্রণালয় বলেছে, চুক্তির প্রথম ধাপের অংশ হিসাবে রোববার ৭৩৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। আর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানি বলেছেন, প্রাথমিকভাবে ৪২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ৩৩ জন মুক্তি পাবেন।


২০২৩ সালের ৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি এই বর্বর যুদ্ধে ৪৬ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের অধিকাংশই বেসামরিক।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo