ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১১-০৯ ১৫:৪১:৫১




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১১-০৯ ১৫:৪১:৫১




  • খেলা
  • সাফজয়ী নারী দলকে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা বাফুফের.

সাফজয়ী নারী দলকে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা বাফুফের

kzqghvva

সাফজয়ী নারী দলকে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা বাফুফের

kzqghvva


নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জিতে বাংলাদেশকে গৌরব এনে দেয়া এ দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বাফুফের নতুন কমিটি গঠিত হওয়ার পর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ। এই সভায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি  প্রদান করব।’ 

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে সাফ জেতায় গত ২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। এ বিজয়কে বিরাট অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। 

সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।  এছাড়া সাফ জেতায় নারী দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবিও। 









মন্তব্য