ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১০-২১ ১২:১১:৪৮




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১০-২১ ১২:১১:৪৮




  • আইন-আদালত
  • সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার.

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার

kzqghvva

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার

kzqghvva


সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে তাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। পুলিশের এই কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইমরান আহমেদ সিলেট-৪ আসনের ছয়বারের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে তাকে এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

সবশেষ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে মন্ত্রিসভায় স্থান পাননি তিনি।গত ৫ আগস্টের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।









মন্তব্য