ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৪-১০-০৫ ১৭:০৭:২০
ইসরায়েলের আকাশপথে হামলায় হিজবুল্লাহর আরেক সিনিয়র নেতা হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর ইসরায়েরে জেট ফাইটারের হামলায় হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নিহত হওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাকেই হিজবুল্লাহর পরবর্তী প্রধান হিসেবে জানিয়ে খবর প্রকাশ করে।
যুদিও হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়ে বলেছিল, এ খবর সত্যি নয়। হিজবুল্লাহ প্রধান কে হবেন, তা তারা বিবৃতির মাধ্যমে জানিয়ে দেবেন।
শনিবার (৫ অক্টোবর) সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দি হিন্দুস্তান টাইম খবর প্রকাশ করে জানায়, হিজবুল্লাহর প্রধান নিহত হাসান নাসরুল্লাহর অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত হাশেম সাফিয়েদ্দিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার থেকে তাকে হত্যার জন্য ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন ব্যাংকার লক্ষ করে হামলা চালিয়ে আসছিল।