ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৬-১১ ০০:৪১:২৯




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৬-১১ ০০:৪১:২৯




পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের প্ল্যান্টের উদ্বোধন

kzqghvva

পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদনের প্ল্যান্টের উদ্বোধন

kzqghvva


ফরিদপুরের আদমপুরে অবস্থিত পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে অত্যাধুনিক পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন ৩৬০ কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত (রিসাইক্লিং) করে জ্বালানি তেল উৎপাদন করা হবে। তবে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে।


ডেনমার্ক সরকারের অর্থায়নে এ প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এর উদ্বোধন করা হয়। প্ল্যান্টটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, বেসরকারি কোম্পানি রিভার-সাইকেল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) ও ড্যানিডা মার্কেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ।


প্রধান অতিথি হিসেবে পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করেন ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং হেড অব ট্রেড আলী মুস্তাক বাটসহ অতিথিরা। পরে ‘পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধ করি, পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে একটি সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আদমপুর থেকে শহরের অম্বিকা মেমোরিয়াল চত্বরে এসে শেষ হয়।


এরপর অম্বিকা মেমোরিয়াল হলরুমে ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: পথপ্রদর্শনে ফরিদপর’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জানানো হয়, পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে পরিবেশ থেকে একবার ব্যবহৃত প্লাস্টিক অপসারণ করে জ্বালানিতে রূপান্তরিত করা হবে। পাতলা পলিথিন ও প্লাস্টিক প্রক্রিয়াজাত করে পাইরোলাইসিস তেল ও কার্বন তৈরি করা যাবে, যা থেকে উৎপাদিত তেল ট্রাক্টর, ট্রাক, জাহাজ, ডিজেলচালিত জেনারেটরে ব্যবহার করা যাবে এবং ব্ল্যাক কার্বন ছাপাখানার কালি হিসেবে ব্যবহার করা হবে।


ফরিদপুরে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচিত্র উপস্থাপনকালে জানানো হয়, ৬৬ বর্গকিলোমিটার আয়তনের ফরিদপুর পৌরসভা থেকে প্রতিদিন ৬ দশমিক ২ টন একবার ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যা থেকে মাত্র ৩০ শতাংশ বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। আগামী কয়েক বছরের মাধ্যমে তা ৫০ শতাংশে নিয়ে আসা হবে।


পৌর মেয়র অমিতাভ বোস বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর তৈরি করতে ফরিদপুর পৌরসভা প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদপুর ও কেরানীগঞ্জে এ ধরনের প্ল্যান্ট আছে। তবে সেগুলো হাতুড়ে পদ্ধতির। ফরিদপুরের এই প্ল্যান্ট অত্যাধুনিক।


এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদফতরের পরিচালক (ঢাকা) মো. জিয়াউল হক, ইউএনআইডিওর প্রতিনিধি জাকিউজ্জামান, ডব্লিউএসইউপির কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহা ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের এশিয়া রিজওনাল পরিচালক অয়ন এ ব্যানার্জি।









মন্তব্য