ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০১৯-০৩-১৮ ১৬:০০:০০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০১৯-০৩-১৮ ১৬:০০:০০




  • রাজনীতি
  • ভোটকেন্দ্রে ভোটার আনতে আ.লীগের খিচুড়ি বিতরণ.

ভোটকেন্দ্রে ভোটার আনতে আ.লীগের খিচুড়ি বিতরণ

whois kamley

ভোটকেন্দ্রে ভোটার আনতে আ.লীগের খিচুড়ি বিতরণ

whois kamley


বিডি অনলাইন ডেস্ক :

ঠাকুরগাঁও সদর আসনের উপজেলা নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ খিচুড়ির খাওয়ানোর আয়োজন করেছে বলে জানা গেছে।

সোমবার ভোট গ্রহণ শুরু হলে সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যাও কিছুটা বৃদ্ধি পায়। ভোটাররা জানান, নিশ্চিন্তপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার ভোটারদের হাতে খাসির মাংসের খিচুড়ি তুলে দেওয়া হয়।

শহরের সাহাপাড়ার মুন্নি আকতার বলেন, ‘ভোট দিয়ে খিচুড়ি নিয়ে এলাম। তবে কার পক্ষ থেকে খিচুড়ির প্যাকেট দিল তা জানি না’। নিশ্চিন্তপুর গ্রামের নুরুজ্জামান বলেন, ‘নৌকা মার্কার পক্ষ থেকে এই খিচুড়ি দেওয়া হয়’। লিপি আকতার বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে। ভোট দিয়ে খিচুড়ি পেলাম’।

তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান ভোটারদের খিচুড়ি খাওয়ানোর কথা অস্বীকার করে বলেন, দলীয় নেতা কর্মীরা নির্বাচনে পরিশ্রম করছেন, তাই তাদের জন্য ২ হাজার প্যাকেট খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।









মন্তব্য