ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৫-২২ ১৩:০৭:৪৯




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৫-২২ ১৩:০৭:৪৯




  • জাতীয়
  • বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হবার পূর্বাভাস.

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হবার পূর্বাভাস

kzqghvva

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হবার পূর্বাভাস

kzqghvva


দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২২ মে) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয় জেলার ওপর দিয়ে সন্ধ্যা ছয়টার মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।









মন্তব্য